ভারত থেকে ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি: বাজারে মূল্য স্থিতিশীল রাখতে পদক্ষেপ
- By Jamini Roy --
- 15 October, 2024
সম্প্রতি বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৫৯৩ টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। এর মধ্যে সোমবার ৫৮১ টন ৯৭০ কেজি এবং মঙ্গলবার সন্ধ্যায় ১০ টন ৯৫৬ কেজি কাঁচামরিচ এসেছে।
বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, দেশের বাজারে কাঁচামরিচের উচ্চমূল্য ঠেকাতে এ আমদানি কার্যক্রম চালানো হচ্ছে। ২৮ জন আমদানিকারক সোমবার প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে কাঁচামরিচ আমদানি করেন, যেখানে প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্কের পরিমাণ প্রায় ৩৬ হাজার টাকা হওয়ায় প্রতি কেজির আমদানি মূল্য ৬০ টাকা এবং শুল্ককর ৩৬ টাকা।
শুল্ক ও কর পরিশোধের পর আমদানিকারকরা কাঁচামরিচের এসব চালান দ্রুত খালাস করে বাজারে সরবরাহ করছেন।